Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবাসিক এলাকা ও কৃষি জমিতে ইটভাটা, ৫০ হাজার টাকা জরিমানা


১৯ অক্টোবর ২০২০ ২২:২৭

রাজবাড়ী: ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর ৮(১) ধারা লঙ্ঘন করে আবাসিক এলাকা ও কৃষি জমিতে ভাটা স্থাপন করে পরিচালনার অপরাধে রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর এলাকার এবিসি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

বিজ্ঞাপন

সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বলেন, ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর ৮(১) ধারার ক, খ, গ ও ঘ উপধারায় স্পষ্ট করে বলা হয়েছে, পৌরসভা ও আবাসিক এলাকা এবং সরকারি স্থাপনার এক কিলোমিটারের মধ্যে, শিক্ষাপ্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে এবং ঘনবসতি এলাকার মধ্যে ভাটা করা যাবে না। ব্যবহার করা যাবে না কৃষিজমি।

কিন্তু এই আইন লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে ধুলদী জয়পুর এলাকার এবিসি ব্রিকস পরিচালনা করে আসছে ভাটা মালিকরা। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে দুপুরে ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে যথাযথ নিয়ম মেনে ইটভাটা পচিালনার জন্য ভাটা মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

রাজবাড়ী

বিজ্ঞাপন

ইত্যাদি এবার মোংলায়
২৪ নভেম্বর ২০২৪ ১৯:৩৪

বরবাদের আইটেম গানে নুসরাত
২৪ নভেম্বর ২০২৪ ১৯:২৬

আরো

সম্পর্কিত খবর