Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোঙর ছেঁড়া ভারতীয় জাহাজটি আলাদা করে পাঠানো হচ্ছে বহির্নোঙরে


১৯ অক্টোবর ২০২০ ২৩:৪৯

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে দুর্ঘটনায় পড়ে একটি আরেকটির সঙ্গে লেগে থাকা জাহাজ দু’টিকে আলাদা করা হয়েছে। দুইটি জাহাজকেই বন্দরের বহির্নোঙরে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বন্দরের কর্মকর্তারা।

সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে জাহাজ দু’টিকে আলাদা করে নিরাপদে রাখা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক।

আরও পড়ুন- নোঙর ছিঁড়ে ভারতীয় জাহাজ আছড়ে পড়লো জরিপ জাহাজের ওপর

এর আগে, সোমবার সন্ধ্যায় রিভারমুরিং-১০ জেটিতে ১২ হাজার মেট্রিক টন সয়াবিন তেলবোঝাই ভারতীয় জাহাজ এমটি মালহারি নোঙর ছিঁড়ে পাশের জেটিতে থাকা জরিপ জাহাজ মীরসন্ধানী’র ওপর আছড়ে পড়ে। জাহাজ দু’টি একটি আরেকটির সঙ্গে লেগে যায়।

খবর পেয়ে সেগুলোকে আলাদা করার জন্য বন্দরের ১১ ও ১২ নম্বর দু’টি টাগবোট ঘটনাস্থলে পৌঁছে।

সচিব ওমর ফারুক বলেন, ‘টাগবোটের মাধ্যমে টেনে জাহাজগুলোকে আলাদা করা হয়েছে। সেগুলোকে বহির্নোঙরে পাঠানোর প্রক্রিয়া চলছে। বন্দর চ্যানেল নিরাপদ আছে।’

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দর জরিপ জাহাজ জাহাজ ভারতীয় জাহাজ

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর