Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিহাসে এমন ব্যর্থ বিরোধীদল আর কেউ দেখেনি, বিএনপিকে কাদের


২০ অক্টোবর ২০২০ ১৭:৪৯ | আপডেট: ২০ অক্টোবর ২০২০ ১৯:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: সরকারের পদত্যাগ দাবি করার আগে গত ১২ বছরে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া, ‘বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধীদল আর কেউ দেখেনি’- বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে এসব কথা বলেন।

করোনাকালে বিশ্বব্যাপী সামাজিক অস্থিরতার পাশাপাশি পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন বেড়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয় যুক্তরাজ্যে গত এক বছরে ৫৫ হাজার নারী ধর্ষণের স্বীকার হয়েছে, ইউরোপ জুড়েও এ প্রবণতা ঊর্ধ্বমুখী।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশে সরকারও ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন সংশোধন করেছে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সামাজিক ঐক্য গড়ে তোলার মাধ্যমে ঘৃণ্য অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ায় পাশাপাশি রাজনৈতিক প্রশ্রয়ও বন্ধ করার জন্যও সকলকে আহবান জানান। এছাড়া তিনি বলেন, ‘বিএনপি সম্পর্কহীন ও অযৌক্তিকভাবে কখনো মধ্যবর্তী, কখনো ফ্রেশ নির্বাচনের দাবি তুলছে।’

বিএনপি ইস্যু না পেয়ে আন্দোলন করতে পারছে না, তাই সরকারের পদত্যাগ চাওয়া মামার বাড়ির আবদার বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘উপনির্বাচনে এজেন্ট না দিয়ে সকল কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে রেখে নির্বাচনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালানো, যা বিএনপির পুরনো অপকৌশল।’

কাদের টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর