Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিদেশগামীদের দুর্ভোগ কমাতে করোনা পরীক্ষার কেন্দ্র বাড়ানো হয়েছে’


২০ অক্টোবর ২০২০ ১৮:৩৫

ঢাকা: বিদেশগমনেচ্ছুদের দুর্ভোগ কমাতে করোনাভাইরাস পরীক্ষার কেন্দ্রের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য নতুন করে ল্যাব সুবিধাসম্পন্ন ১০টি হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। তিনি বলেন, ল্যাব ফ্যাসিলিটি রয়েছে এমন হাসপাতালকেই করোনা পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য সচিব বলেন, বিদেশগামীদের কষ্ট লাঘবের জন্য সম্প্রতি ১০ হাসপাতালে কোভিড টেস্টের অনুমোদন দেওয়া হয়েছে।’ আরও বেশি নয় কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ১০টি হাসপাতালের ল্যাব সুবিধা রয়েছে। এগুলো দেশের অনেক বড় হাসপাতাল। একটি জায়গায়তো দৌড়াদৌড়ি করতে পারছে না মানুষ। শুধু আইসিডিডিআরবি দিয়ে এটা করা যায় না। এজন্য আমরা এটাকে সম্প্রসারণ করছি, যাতে করে আরও বেশি মানুষকে সেবা দেওয়া যায়। আস্তে আস্তে বিদেশগামী লোকের সংখ্যা বাড়ছে। যাতে এই মানুষগুলো কষ্ট না পায় বা দীর্ঘ প্রক্রিয়ায় না পড়ে সেজন্যই আমরা এই কাজটি করেছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সরকার চাচ্ছে ইউনাইটেড, ল্যাবএইড, স্কয়ার, হেলথকেয়ারসহ বড় বড় হাসপাতালগুলোতো গিয়ে যাতে মানুষ সেবাটা নিতে পারে। কারণ তাদের ল্যাব সুবিধা আছে। আমি মনে করি, তারা এটা খুব চমৎকারভাবে করতে পারবে। এজন্যই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।’

সরকারি কর্মচারী হাসপাতালেও এ সুবিধা বাড়ানোর বিষয়ে তিনি তিনি বলেন, ‘আমরা এখানে কোভিড টেস্টের সুবিধা বাড়াচ্ছি এই কারণে যে, সরকারি কর্মচারী হাসপাতাল অতীতের যেকোনো সময়ের চেয়ে সুযোগ-সুবিধা এখন অনেক বেশি। প্রধানমন্ত্রীর নির্দেশে এই হাসপাতালটি আগের থেকে অনেক বেশি আধুনিকায়ন করা হয়েছে। এখানে নতুন যন্ত্রপাতিসহ অনেক ডাক্তার দেওয়া হয়েছে। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে গত ১৮ অক্টোবর স্বাস্থ্য সেবা বিভাগ বিদেশগমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদের প্রদানের জন্য ১০টি বেসরকারি প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাবকে মনোনয়ন দেয়। প্রতিষ্ঠানগুলো হলো- মহাখালীর আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র (আইসিডিডিআরবির), সোবাহানবাগের ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডির ল্যাবএইড, পপুলার ডাইগনস্টিক সেন্টার, মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও আইদেশি, পান্থপথের স্কয়ার হাসপাতাল, বসুন্ধরার এভার কেয়ার হাসপাতাল, বনানীর প্রাভা ডায়াগনস্টিক এবং গুলশানের ইউনাইটেড হাসপাতাল। সেইসাথে বিদেশগামী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ মুক্ত সনদের জন্য আইইডিসিআরবি’র পাশাপাশি সরকারি কর্মচারী হাসপাতালকেও নির্ধারণ করা হয়েছে। এখন থেকে এই সনদ দেশের সকল বিমান, স্থল ও নৌ-বন্দরে দেখিয়ে বিদেশে গমনেচ্ছু যাত্রীরা বিদেশে যেতে পারবেন।

১০টি করোনা দুর্ভোগ পরীক্ষা কেন্দ্র বাড়ানো বিদেশগামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর