Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌ ধর্মঘটে মোংলা বন্দরের পণ্য খালাস-বোঝাই বিঘ্ন


২০ অক্টোবর ২০২০ ১৯:২৫

মোংলা: অনির্দিষ্টকাল নৌ ধর্মঘটের কারণে মোংলা বন্দরে পণ্য খালাস ও বোঝাই কাজ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান। তিনি বলেন, বন্দরে অবস্থানরত কয়লা, সার, পাথর ও ক্লিংকারসহ মোট ১৪ টি জাহাজে এই সমস্যা হচ্ছে।

এম শাহজাহান বলেন, জাহাজের গায়ে যে ক’টি লাইটারেজ জাহাজ অবস্থানে ছিল সেগুলোতে পণ্য বোঝাই করা হলেও নৌ ধর্মঘটের কারণে তা স্থান ত্যাগ করতে পারছে না। আবার কোনও লাইটারেজ জাহাজ নতুন করে ওই ১৪ টি দেশি-বিদেশি বানিজ্যিক জাহাজের পণ্য খালাসের কাছে যেতে পারছে না। যে কারণে বিঘ্ন হচ্ছে বলেও জানান বন্দরের চেয়ারম্যান।

বিজ্ঞাপন

এদিকে মোংলার নৌযান শ্রমিক নেতা আনোয়ার হোসেন চৌধুরী ও মো. মাইনুল হোসেন মিন্টু বলেন, মধ্যরাত থেকে সারাদেশের মতো মোংলায়ও ধর্মঘট চলছে। বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে এই ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানান তারা।

মোংলায় অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট শুরু হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে এ ধর্মঘট শুরু করে বাংলাদেশ লাইটারে শ্রমিক ইউনিয়ন। ধর্মঘটে শত শত লাইটারেজ জাহাজ মোংলা ও পশুর নদীর বিভিন্ন স্থানে অবস্থান করছে। এছাড়া বন্ধ রয়েছে অভ্যন্তরীন নৌ চলাচলও।

নৌ ধর্মঘট মোংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর