Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার থেকে ২৫ টাকায় আলু বিক্রি করবে টিসিবি


২০ অক্টোবর ২০২০ ২২:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাজারে আলুর মূল্য বৃদ্ধি নিয়ে অস্থির পরিস্থিতির মধ্যে কেজি প্রতি ২৫ টাকা দরে আলু বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার ( ২০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, আগামীকাল বুধবার ( ২১ অক্টোবর) থেকে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক সেলের মাধ্যমে কেজি প্রতি ২৫ টাকা দামে আলু বিক্রয় শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবি।

একেকজন ২৫ টাকা করে ৫০ টাকায় ২ কেজি আলু কিনতে পারবেন। একইসঙ্গে পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, মশুর ডাল নির্ধারিত সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হবে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বাজার আলুর দাম কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এ পরিস্থিতিতে প্রথমে খুচরা বাজারে ৩০ টাকা প্রতি কেজি বিক্রি মূল্য নির্ধারণ করে দেয় কৃষি বিপনন অধিদফতর। এই সিদ্ধান্ত কার্যকর করতে না পারায় আলুর মূল্য পুনঃনির্ধারণ করে খুচরা বিক্রি প্রতি কেজি ৩৫ টাকা। পাইকারি মূল্য ৩০ টাকা এবং কোল্ড স্টোরেজ পর্যায়ে ২৭ টাকা নির্ধারণ করে দেয়।

বিজ্ঞাপন

আলু টপ নিউজ টিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর