Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় নোঙর করেছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি


২০ অক্টোবর ২০২০ ২৩:০২

ঢাকা: দেশে এসে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম ইউনিটের যন্ত্রপাতি। গত সোমবার (১৯ অক্টোবর) সকালে খুলনার মোংলা বন্দরে নোঙর করেছে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রথম ইউনিটের জন্য নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেসার ভেসেল এবং একটি স্টিম জেনারেটর।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, রাশিয়ান ফেডারেশনের ভলগা থেকে প্রায় ১৪ হাজার কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে এসব যন্ত্রপাতি সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় মোংলা সমুদ্র বন্দরে এসে পৌঁছায়।

আরও বলা হয়, এসব যন্ত্রপাতি রাশিয়ান ফেডারেশনের সমুদ্রগামী জাহাজ থেকে বাংলাদেশের স্থানীয় বিশেষ বার্জে স্থানান্তর করা হবে। আগামী ৫ নভেম্বর মোংলা বন্দর থেকে যাত্রা শুরু করে নদীপথে চাঁদপুর হয়ে ২১ নভেম্বর পদ্মাপাড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৩ সালের অক্টোবরে ঈশ্বরদীর রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৫ সালের ২৫ ডিসেম্বর রাশিয়ার প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের সঙ্গে মূল চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ পরমাণুশক্তি কমিশন। ২০১৮ সালের নভেম্বরে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লির জন্য কংক্রিটের মূল স্থাপনা নির্মাণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চুক্তি অনুযায়ী ২ হাজার ৪ শ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে ব্যয় হবে ১ হাজার ২৬৫ কোটি মার্কিন ডলার। ১ হাজার ৬২ একর জমির ওপরে চলছে নির্মাণ হওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ২০২২ সালে এবং একই ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিট ২০২৩ সালে চালু হবে।

বিজ্ঞাপন

পারমাণবিক বিদ্যুুৎ রূপপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর