Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মান্দায় উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে আ.লীগ প্রার্থী বিজয়ী


২১ অক্টোবর ২০২০ ০৯:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলা পরিষদের উপনির্বাচনে ৬৫ হাজার ১১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোল্লা এমদাদুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মকলেছুর রহমান পেয়েছেন ১৪ হাজার ৯১ ভোট। মঙ্গলবার (২১ অক্টোবর) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হক ও ধানের শীষ প্রতীক নিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মকলেছুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলার ১০৮টি ভোটকেন্দ্রের ফলাফলে ৫১ হাজার ২০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন নৌকার প্রার্থী মোল্লা এমদাদুল হক।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার জসিম উদ্দিনের মৃত্যুর পর এ পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

উপজেলা পরিষদ উপনির্বাচন চেয়ারম্যান বিজয়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর