Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালেরপাড়া ইউপির উপনির্বাচনে আ.লীগ প্রার্থী নির্বাচিত


২১ অক্টোবর ২০২০ ০৯:৩৭

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারেজ উদ্দিন আকন্দ ৬ হাজার ৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন শিপন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩২০ ভোট।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইউনিয়নের নয়টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হয়। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারেজ উদ্দিন আকন্দ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন শিপন (মোটরসাইকেল), তরিকুল ইসলাম (ঘোড়া) ও লিটন আহম্মেদ (আনারস) প্রতিদ্বন্দিতা করেন।

বিজ্ঞাপন

ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেস আলী জানান, কালেরপাড়া ইউনিয়নে নয়টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্য ২১ হাজার ৪৬৫ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৫৮৮ জন এবং নারী ভোটার ১০ হাজার ৮৭৭ জন। ইউনিয়নের নয়টি কেন্দ্রের ৬৮টি বুথে ভোট নেওয়া হয়।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত বলেন, ‘কালেরপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এছাড়া ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি, র‌্যাব, পুলিশ, সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন। ভোট চলাকালীন নির্বাচনি এলাকার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

মঙ্গলবার সন্ধ্যায় ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মোকাদ্দেছ আলী ধুনট উপজেলা পরিষদের হলরুমে ফলাফল ঘোষণা করেন। ফলাফলে আওয়ামী লীগ মনোনীত হারেজ উদ্দিন আকন্দকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। তিনি নৌকা প্রতীকে ৬ হাজার ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দী সাজ্জাদ হোসেন শিপন মোটরসাইকেল প্রতীকে ৪ হাজার ৩২০, তরিকুল ইসলাম ঘোড়া প্রতীকে ৩ হাজার ৪০৯, লিটন আহম্মেদ আনারস প্রতীকে ২১৪ ভোট পেয়েছেন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ ইউপি উপনির্বাচন কালেরপাড়া ধুনট প্রার্থী বিজয়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর