Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিংড়ায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই


২১ অক্টোবর ২০২০ ১২:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোর: নাটোরের সিংড়ায় চালককে হত্যা করে অটোভ্যান নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) সকালে সিংড়ার হাতিয়ান্দহ ইউনিয়নের গুনাইখাড়া এলাকা থেকে ভ্যানচালক বিদ্যুতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বিদ্যুৎ সরকার পার্শ্ববর্তী লালোর ইউনিয়নের মোঠগ্রামের নির্মল সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে অটোভ্যান নিয়ে বেরিয়ে যায় বিদ্যুৎ। রাতে বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। পরে বুধবার সকালে পার্শ্ববর্তী হাতিয়ান্দহ ইউনিয়নের গুনাইখারা এলাকার রাস্তার পাশে একটি ধানের জমিতে বিদ্যুতের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিদ্যুতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে বিদ্যুৎকে হত্যা করেছে দুর্বত্তরা। তবে তদন্ত শেষ না পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

অটোভ্যান চালক ছিনতাই নাটোর সিংড়া হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর