Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিসি ক্যামেরায় ঘেরা ইয়াবা ব্যবসায়ীর বাসা, আছে পালানোর গোপন পথও


২১ অক্টোবর ২০২০ ১৩:৫৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে আলীশান বাড়ির চারপাশ ক্লোজ সার্কিট ক্যামেরায় ঘেরা। গোপন কক্ষে জানালার গ্রিল কেটে তৈরি করা হয়েছে পালানোর পথ। পুলিশ অভিযানে গেলে ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়তো। সেটা দেখে পালিয়ে যেত ইয়াবা ব্যবসায়ী ইকবাল হোসেন। এভাবে বিভিন্ন সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে গ্রেফতার এড়ালেও অবশেষে তাকে ধরা পড়তে হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকায় নিজ বাড়ির সামনে থেকে ৫০টি ইয়াবাসহ তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেফতার মো. ইকবাল হোসেন (৪৯) নগরীর পাথরঘাটা এসি দত্ত লেইনের সফি সওদাগরের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে জানান, ১৯৯১ সালে রাশিয়ার মস্কোতে চাকরি নিয়ে যান ইকবাল। ১৯৯৮ সালে দেশে ফিরে আসেন। প্রথমে পাথরঘাটার সতীশ বাবু লেইনে একটি ওয়ার্কশপ চালু করেন। একপর্যায়ে ব্যবসা ছেড়ে দিয়ে ফেনসিডিল বিক্রি শুরু করেন। এখন ইকবাল পুরোদস্তুর ইয়াবা ব্যবসায়ী। গত ২২ বছরে ৩০ বার গ্রেফতার হয়ে জেল খেটেছেন ইকবাল।

ওসি মহসীন বলেন, ‘ইয়াবা ব্যবসায়ী ইকবালকে আমরা আগেও কয়েকবার গ্রেফতারের চেষ্টা করেছি। বারবার সে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গতকাল (মঙ্গলবার) ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতারের পর তার বাসায় তল্লাশি চালিয়ে বারবার পালাতে সক্ষম হওয়ার রহস্য উদঘাটন করেছি। বাড়ির আশপাশে সিসি ক্যামেরা লাগানো আছে। এর মাধ্যমে বাড়ির আশপাশে লোকজনের আনাগোণা সার্বক্ষণিক মনিটরিং করা হয়। পুলিশের উপস্থিত টের পেলে সে তিনতলায় বাসার ভেতর দিয়ে একটি গোপন কক্ষের গ্রিল কাটা জানালা দিয়ে পালিয়ে যেত।’

বিজ্ঞাপন

ইকবালের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে নগরীর বিভিন্ন থানায় আরও ছয়টি মামলা আছে বলে ওসি জানিয়েছেন।

ইয়াবা ব্যবসায়ী টপ নিউজ সিসি টিভি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর