Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে নৌবাহিনীর কর্মচারী খুন


১৩ মার্চ ২০১৮ ১২:৫৬ | আপডেট: ১৩ মার্চ ২০১৮ ১৪:৪২

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আবছার আলী (৪৮) নামে নৌবাহিনীর একজন সিভিল কর্মচারী খুন হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করলেও কারা খুন করেছে এই বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি।

মঙ্গলবার (১৩ মার্চ) ভোরে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় নৌবাহিনীর একটি স্থাপনার অদূরে সড়কে আবছারের মরদেহ পাওয়া যায়। তাকে পেটে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান।

তিনি জানান, আবছার নৌবাহিনীর ওই স্থাপনাতেই গত ২০-২৫ বছর ধরে চাকরি করে আসছেন। তার বাড়ি বগুড়ায়। স্থাপনার বাইরে একটি ভাড়া বাসায় থাকেন।

ভোর সাড়ে ৬টার দিকে সড়কের পাশে তার রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি সারাবাংলাকে বলেন, কারা, কি কারণে খুন করল সেটা আমরা এখনও জানতে পারিনি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

সারাবাংলা/আরডি/টিএম

বিজ্ঞাপন

তামিম এত রাগ করেন কেনো?
১৭ জানুয়ারি ২০২৫ ২০:১৭

আরো

সম্পর্কিত খবর