মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে এক সপ্তাহ
২২ অক্টোবর ২০২০ ২৩:২৮
ঢাকা: আগামী ২৯ অক্টোবর থেকে পরবর্তী এক সপ্তাহ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) লেনদেন বন্ধ থাকবে। গ্রাহকদের ব্যাংকিং সেবা আধুনিকায়নের জন্য এ সময়ে গ্রাহক-ব্যাংক ও ব্যাংক-ব্যাংক সব ধরনের লেনদেন সেবাও বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংক থেকে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে কোর ব্যাংকিং সিস্টেমে ব্যাংকিং লেনদেন মাইগ্রেশন সম্পন্ন করতে চাচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। এ লক্ষ্যে আগামী ২৯ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিট থেকে ৫ নভেম্বর রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত এমটিবি’র লেনদেন সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলণা হয়, এই সময়ে এমটিবিএল‘র সব ধরনের শাখা ব্যাংকিং, চেক/ইএফটি/ আরটিজিএস লেনদেন, পজ/এটিএম এবং ই-কমার্স সাইটের ডেবিট ও ক্রেডিট কার্ড লেনদেন ও ইন্টারনেট ব্যাংকিং বন্ধ থাকবে।