Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিম্নচাপের প্রভাব এক সপ্তাহ স্থায়ী হওয়ার সম্ভাবনা


২৩ অক্টোবর ২০২০ ১৬:৫৯

ঢাকা: বঙ্গেপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি পাঁচ দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের মেঘ মানচিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টিপাত আর ঝড়ো বাতাসের প্রভাব থাকবে। তবে আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৩ অক্টোবর) আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং একই দিকে আরও অগ্রসর হতে পারে।

বিজ্ঞাপন

এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকেই দেশের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে ভারী বর্ষণ হচ্ছে। এছাড়াও রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব জেলাই দিনমান বৃষ্টি হয়েছে। বৃষ্টি অব্যাহত রয়েছে শুক্রবারেও।

চলমান পরিস্থিতি নিয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ বজলুর রশীদ সারাবাংলাকে বলেন, নিম্নচাপটি এখনো সমুদ্রে অবস্থান করছে। তবে আজ মধ্যরাত কিংবা আগামীকাল সকালের মধ্যে এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের ওপর দিয়ে অতিক্রম করতে পারে। এর ফলে রোববার দুপুর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝড়ো বাতাস অব্যাহত থাকতে পারে। এরপর আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে।

বিভিন্ন বেসরকারি সংস্থার আবহাওয়ার পূর্বাভাসও বলছে, ঢাকাসহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে শনিবার সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দেশের মধ্যাঞ্চলে মাঝারি আকারের বৃষ্টিপাত হবে। এছাড়াও সারাদেশেই থাকবে মেঘলা আবহাওয়া ও শীতল বাতাসের চলাচল।

বিজ্ঞাপন

এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপটির প্রভাবে উপকূলীয় জেলাগুলো এবং সেসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় অভ্যন্তরীণ নৌযান চলাচল ব্যাহত হবে। এ কারণে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস টপ নিউজ নিম্নচাপ বৃষ্টি ভারী বৃষ্টিপাত মেঘ মানচিত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর