Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পড়াশোনায় ফাঁকি দিয়ে আড্ডা, ২ শতাধিক ছাত্র আটক


১৩ মার্চ ২০১৮ ১৪:২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

চুয়াডাঙ্গা: পড়াশোনায় ফাঁকি দিয়ে সন্ধ্যার পর বাড়ির বাইরে আড্ডা দেওয়ার সময় চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক ছাত্রদে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ মার্চ) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে ওই ছাত্রদের তাদের আটক করে পুলিশ। পরে পরিবারের জিম্মায় রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান সারাবাংলাকে জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে স্কুল-কলেজের ছাত্রদের পড়াশোনায় মনোযোগী করতে এ অভিযান চালানো হয়। অভিযানে সন্ধ্যার পর মাঠ, রাস্তার পাশে, চায়ের দোকানে আড্ডা ও ক্যারামবোর্ড খেলার সময় দুইশতাধিক ছাত্রকে আটক করা হয়। পরে আটকদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ওই ছাত্রদের পরিবারের লোকজনের উপস্থিতিতে থানায় তাদের শপথ করানো হয়। তারা থানায় প্রতিশ্রুতি দিয়ে গেছে পরবর্তীতে লেখাপড়া ফাঁকি দিয়ে আড্ডা দিবে না। এখন থেকে সন্ধ্যার পর তারা পড়ার টেবিলে বসবে।

সারাবাংলা/ এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর