Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার চেষ্টায় আটক, মুচলেকা দিয়ে ছাড়া 


১৩ মার্চ ২০১৮ ১৪:৪২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  

গাইবান্ধা : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা চেষ্টার দায়ে চারজনকে আটকের পর মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃরা হলেন গোপালচরণ এলাকার রেজা, জিকু ও ইউনুস মাস্টার। অপরজনের নাম জানা যায়নি।

ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ওবায়দুল হক বলেন, ভোট প্রদান শেষে ওই চারজন ভোটকেন্দ্রে অবস্থান এবং বিশৃঙ্খলার চেষ্টা করছিল। এ সময় তাদেরকে আটক করা হয়।  ভ্রাম্যমাণ আদালত প্রত্যেকে ৫ হাজার টাকার জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।

এই উপ-নির্বাচনে ১০৯টি ভোট কেন্দ্রে উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ৩ লাখ ৩৮ হাজার ৫৫৬ জন ভোটার রয়েছেন।

উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফরুজা বারী (নৌকা), জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খান (আম) ও গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ) প্রতিদ্বন্দ্বীতা করছেন।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সরকার দলীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনজুরুল ইসলাম লিটন দুর্বৃত্তের গুলিতে নিহত হলে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনটি শূন্য হয়। পরে ২০১৭ সালের ২২ মার্চ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জয়লাভ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ।

তিনিও সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক মাস ঢাকায় চিকিৎসাধীন থাকার পর গত বছরের ১৯ ডিসেম্বর মারা যান। ফলে আসনটি আবারও শূন্য হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর