Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা চিকিৎসায় প্রিমিয়ারের ছাত্রীনিবাস ব্যবহার করবে বিদ্যানন্দ


২৪ অক্টোবর ২০২০ ১৮:৩৪

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ব্যবহারের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ছাত্রীনিবাস ব্যবহারের অনুমতি দিয়েছে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি।

শনিবার (২৪ অক্টোবর) ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভায় এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বিজ্ঞাপন

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সহায়তা দিতে চট্টগ্রামের পতেঙ্গায় ফিল্ড হাসপাতাল স্থাপন করে বিদ্যানন্দ ফাউন্ডেশন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় নির্মিত এই হাসপাতাল চালু হয় গত জুলাই মাসে। সংগঠনটি চিকিৎসা সেবার পরিধি বাড়াতে প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্রীনিবাস ব্যবহারের আবেদন জানায়।

প্রিমিয়ার ইউনিভার্সিটির সহকারী জনসংযোগ কর্মকর্তা শামসুল আরেফীন সারাবাংলাকে বলেন, ‘বিদ্যানন্দ ফাউন্ডেশনের আবেদনের প্রেক্ষিতে তাদের করোনাকালীন চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য ছাত্রী হোস্টেলটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। বোর্ড অব ট্রাস্টিজের সভায় বিষয়টি সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়েছে।’

চট্টগ্রামেই আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা দেওয়ার ঘোষণা দিয়ে তৎকালীন সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ২০০১ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠা করেন এই বিশ্ববিদ্যালয়। ২০০২ সালে প্রিমিয়ার ইউনিভার্সিটি তাদের শিক্ষা কার্যক্রম শুরু করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।

বিজ্ঞাপন

দূর-দূরান্তের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ২০১৮ সালে চট্টগ্রাম নগরীর সাগরিকা রোডে আটতলা ছাত্রীনিবাস নির্মাণ করে প্রিমিয়ার ইউনিভার্সিটি।

সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অনুপম সেন, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হাসিনা মহিউদ্দিন, সাবিহা মুসা ও বোরহানুল হাসান চৌধুরী সালেহিনও উপস্থিত ছিলেন। এছাড়া বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও রেমন্ড আরেং ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার খুরশিদুর রহমানও সভায় ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় ২০২০-২১ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হয়। এছাড়া করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া অনলাইনভিত্তিক একাডেমিক কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও বেশি কর্মোপযোগী করার বিষয়েও আলোচনা হয়েছে।

করোনা ছাত্রীনিবাস প্রিমিয়ার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর