Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহ আমানত বিমানবন্দরে ৪১ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ আটক ২


২৪ অক্টোবর ২০২০ ২২:২০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪১ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ দুবাইগামী দুই যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটকের পর লাগেজে তল্লাশি করে বিদেশি মুদ্রাগুলো পাওয়া গেছে বলে জানিয়েছেন অধিদফতরের সহকারী কমিশনার মোহাম্মদ কাউসার আলম পাটোয়ারি।

আটক দুজন হলেন- নূর কামাল ও ইমরান হোসেন। নূর কামালের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। ইমরান হোসেনের বাড়ি ফেনী জেলায়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রামের আঞ্চলিক সার্কেলের সহকারী কমিশনার মোহাম্মদ কাউসার আলম পাটোয়ারি সারাবাংলাকে জানান, দুজনের কাছ থেকে উদ্ধার করা বিদেশি মুদ্রার মধ্যে আছে ওমানের দিনার, সৌদি রিয়েল, আরব-আমিরাতের দিরহাম ও কুয়েতি দিনার। বাংলাদেশি টাকায় জব্দ মুদ্রার পরিমাণ ৪১ লাখ ২ হাজার ৪৮৪ টাকা ৬৫ পয়সা।

বিকেল ৫টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমানের ফ্লাইটের যাত্রী ছিলেন নূর কামাল ও ইমরান। আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

বিদেশি মুদ্রা বিমানবন্দর শাহ আমানত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর