কাবুলে আত্মঘাতী বোমা হামলা, মৃত ২৪
২৫ অক্টোবর ২০২০ ১৩:২১
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫৭ জন। খবর রয়টার্স।
শনিবার (২৪ অক্টোবর) কাবুলের কাওসার ই দানিশ সেন্টারে বোমা হামলায় মৃতদের অধিকাংশই তরুণ শিক্ষার্থী বলে জানিয়েছে আফগানিস্তানের সরকারি কর্তৃপক্ষ।
এদিকে, আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হামলার শিকার অধিকাংশের বয়স ১৫ থেকে ২৬ বছরের মধ্যে।
অন্যদিকে, তালেবানের মুখপাত্র এক টুইটার বার্তায় এই হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। তবে, এক টেলিগ্রাম বার্তায় এ হামলার দায় স্বীকার করে নিয়েছে ইসলামিক স্টেস্ট (আইএস) জঙ্গিগোষ্ঠী।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই শিক্ষা কেন্দ্র শিয়া মতাবলম্বীদের দ্বারা পরিচালিত হতো এবং অধিকাংশ শিক্ষার্থী শিয়া মতাবলম্বী ছিলেন।
পাশাপাশি, জাতিসংঘে নিযুক্ত আফগানিস্তানের বিশেষ দূত এই হামলার নিন্দা জানিয়ে অচিরেই ওই হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি তুলেছেন।