Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাড়িচোর ধরতে অভিযানে পুলিশ, পালানো ঠেকাতে মায়ের পাহারা


২৫ অক্টোবর ২০২০ ১৭:১৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে চুরি করে আনা মোটরসাইকেলসহ এক তরুণকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। স্থানীয় লোকজন নিয়ে পাহারা বসিয়ে ওই তরুণের মা-ই গ্রেফতারে সহযোগিতা করেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) রাতে নগরীর আসকারদিঘীর দক্ষিণ পাড়ের শতদল ক্লাবের পাশের গলি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার মো. তুহিন ভূঁইয়া (২২) ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুলতানপুর গ্রামের মো. খোকন ভুঁইয়ার ছেলে। আসকারদিঘীর পাড়ে তাদের বাসা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর রিয়াজউদ্দন বাজারের সামনে মোটর সাইকেল রেখে জনৈক আশফাক হোসেন তামাকমুণ্ডি লেইনে যান মোবাইল মেরামত করতে। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন এক তরুণকে মোটরসাইকেলটি রিকশায় তুলে নিয়ে চলে যেতে দেখেন। আশফাক বেরিয়ে মোটরসাইকেল না দেখে টহল পুলিশকে বিষয়টি জানান। পুলিশ বিভিন্নমাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারেন, আসকারদিঘীর পাড়ের বাসিন্দা তুহিন মোটরসাইকেলটি নিয়ে গেছে।

ওসি মহসীন বলেন, ‘বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা আসকারদিঘীর পাড়ে শতদল ক্লাবের পাশের গলিতে অভিযান চালিয়ে মোটর সাইকেলটি উদ্ধার করি। কিন্তু তুহিনকে পাওয়া যাচ্ছিল না। তখন তুহিনের মা পারভীন আক্তার আমাদের ছেলের সন্ধান দেন। এমনকি ছেলে যাতে পালাতে না পারে, সেজন্য তিনি গলির সব প্রবেশপথে স্থানীয় লোকজন দিয়ে পাহারা বসান। এক পর্যায়ে নিজেই ছেলেকে পুলিশের গাড়িতে তুলে দেন। বিবেকের তাড়নায় তিনি ছেলেকে ধরিয়ে দিয়েছেন বলে আমাদের জানিয়েছেন। এই কাজ অবশ্যই প্রশংসনীয়।’

বিজ্ঞাপন

গাড়িচোর