করোনামুক্ত হলেন তথ্যমন্ত্রী
২৫ অক্টোবর ২০২০ ১৭:২০
ঢাকা: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মন্ত্রীর করোনা টেস্টের রিপোর্টে নেগেটিভ আসে।
রোববার (২৫ অক্টোবর) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে আরও বলা হয়, সতর্কতার জন্য তথ্যমন্ত্রীর সহধর্মিণীরও এসময় করোনা টেস্ট করা হয়। তার ফলাফলও নেগেটিভ এসেছে।
করোনা মহামারির মধ্যেও প্রতিদিনই সচিবালয়ে দাফতরিক কাজ করছিলেন তথ্যমন্ত্রী, স্বাস্থ্যবিধি মেনে অংশ নিয়েছেন বাইরের অনুষ্ঠানগুলোতেও। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অবস্থায়ও তিনি মন্ত্রণালয়ের নথিপত্র স্বাক্ষর অব্যাহত রেখেছেন।
এর আগে গত ১৬ অক্টোবর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তথ্যমন্ত্রীর। এরপর তিনি প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে ও পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাকালে স্বাস্থ্যগত জটিলতা থেকে মুক্ত রয়েছেন ড. হাছান।