Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীর ১৪২৮ সৈনিকের শপথ


২৫ অক্টোবর ২০২০ ২১:২১

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ সেনাবাহিনীর রিক্রুট ব্যাচের ১ হাজার ৪২৮ জন নবীন সৈনিকের শপথ গ্রহণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) চট্টগ্রাম সেনানিবাসের ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে এই কুচকাওয়াজ হয়। সেনাবাহিনীর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কুচকাওয়াজ পরিদর্শন করেন।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ নবীন সৈনিকদের উদ্দেশে বলেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় স্বীয় কর্তব্য পালনে তোমাদের অবিচল থাকতে হবে।’

কুচকাওয়াজ অনুষ্ঠানে রিক্রুটদের মোট ১২টি কন্টিনজেন্ট অংশ নেয়। সব বিষয়ে চৌকস নৈপুণ্য প্রদর্শনের জন্য মো. হাসিবুল হাসান নবীন সৈনিকদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন। প্রধান অতিথি শ্রেষ্ঠ রিক্রুটসহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজ সেনাবাহিনী সৈনিক

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর