Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গা পূজায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা রওশন এরশাদের


২৫ অক্টোবর ২০২০ ১৭:৩১ | আপডেট: ২৫ অক্টোবর ২০২০ ২৩:৪৯

ঢাকা: শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

রোববার (২৫ অক্টোবর) এক শুভেচ্ছাবার্তায় বিরোধী দলীয় নেতা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের চিরায়ত ঐতিহ্য। বাঙালির রয়েছে হাজার বছরের অসাম্প্রদায়িক  চেতনা। এই চেতনাকে ধারণ করে সবার সুখ- শান্তি কামনায় এবং সর্বজীবের মঙ্গলার্থে সনাতন ধর্মাবলম্বীরা বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানের মাধ্যমে পালন করে শারদীয় দুর্গা পূজা।

বিজ্ঞাপন

তিনি বলেন, সমাজে অন্যায়, অবিচার,অশুভ ও অসুর শক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হিন্দু সম্প্রদায় এ পূজা করে থাকে। তাই এই পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিরোধী দলীয় নেতা আরও বলেন, এবারের পূজা একটু ভিন্নভাবে পালিত হচ্ছে। করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে নির্দেশনা মেনে এবং নিজে সুস্থ থেকে এবং সবাইকে সুস্থ রাখতে সামাজিক দূরত্ব বজায় রেখে শারদীয় দুর্গা পূজা উদযাপনের আহ্বান জানান বিরোধী দলীয় নেতা।

দুর্গা পূজাৎ বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ শুভেচ্ছা সনাতন ধর্মাবলম্বী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর