নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর: এমপি হাজি সেলিমের ছেলে গ্রেফতার
২৬ অক্টোবর ২০২০ ১৫:৩১
ঢাকা: সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তাকে মারধর করার অভিযোগ ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে এবং বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২৬ অক্টোবর) সকালে মারধরের ঘটনায় এমপি পুত্র ইফরান সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় ‘মারধর ও হত্যাচেষ্টা’র মামলা করেন নৌবাহিনীর ওই কর্মকর্তা।
এরপরই দুপুরে দেবীদাস ঘাট লেন এলাকায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে একদল র্যাব সদস্য হাজি সেলিমের বাসায় তল্লাশি চালিয়ে ইরফান সেলিমকে গ্রেফতার করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ইরফান সেলিমকে নিয়ে এখনও তল্লাশি চালাচ্ছে র্যাব। অভিযান শেষে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে, মারধরের ঘটনায় গ্রেফতারর করা হয় এমপির গাড়িচালক মীজানুর রহমানকে। ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশনস) রবিউল ইসলাম দুপুরে গাড়ি চালককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।