Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গরিবের ক্যাসিনো’ থেকে গ্রেফতার ১৯ জনের জামিন, রিমান্ডে ২


২৬ অক্টোবর ২০২০ ১৭:৫৩

ঢাকা: সাভারের আশুলিয়ায় ‘গরিবের ক্যাসিনো’ হিসেবে পরিচিত জুয়ার আসর থেকে গ্রেফতার ২১ মধ্যে ১৯ জনকে জামিন দিয়েছেন আদালত। বাকি দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে মঞ্জুর করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করেন। এরপর আসামি মো. বিল্লাল (৩৮) ও সোহেল মোল্ল্যাকে (৩২) মাদক মামলায় পাঁচ দিনের রিমান্ড এবং বাকি ১৯ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। বিচারক শুনানি শেষে ৫ হাজার টাকার মুচলেকায় ১৯ জনকে জামিন দেন। আর বিল্লাল ও সোহেল মোল্ল্যাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জামিন পাওয়া আসামিরা হলেন— মো. জুয়েল (২৮), মইদুল ইসলাম (৩২), সবুজ মিয়া (২৮), মো. শরিফ (২৮), মো. লিটন (৪৫), রবিউল মোল্ল্যা (২৪), আবু তালেব (২০), দিয়াজুল ইসলাম (২০), মো. শিপন (২০), আব্দুল আলিম (৩৫), আজাদুল ইসলাম (৫০), আসাদুল ইসলাম (৩০), মো. এখলাছ (৩৫), মঈন মিয়া (২৮), মাসুদ রানা (২০), হাবিবুর রহমান (৪৭), রুবেল মিয়া (৩৩), ফজলে রাব্বি (২২) ও রনি ভূঁইয়া (২৫)।

র‌্যাব জানায়, আশুলিয়া থানার পেছনে কাইচাবাড়ি এলাকায় ক্যারম খেলার আসর বসত। তবে বাইরে ক্যারম বোর্ড থাকলে ভেতরের অংশে ছোট আকারে ক্যাসিনো চালানো হতো। সেখানে মূলত যেতেন নিম্নবিত্তরা। ১০০ টাকা থেকে ১০০০ টাকার বাজি হতো। প্রতি রাতে সেখানে লেনদেন হতো ১০ থেকে ১৫ লাখ টাকা।

গোপন সূত্রে এই ‘গরিবের ক্যাসিনো’র সন্ধান পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানের উপস্থিতিতে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে র‍্যাব ৪-এর একটি দল শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত সেখানে অভিযান চালায়। ওই অভিযান থেকেই ২১ জনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে মিনি ক্যাসিনো জুয়ার আসর থেকে প্লেয়িং কার্ডসহ একটি ক্যাসিনো বোর্ড, ১০০ পিস ইয়াবা, ১২ ক্যান বিদেশি বিয়ার, ২২টি মোবাইল ও নগদ ৩৮ হাজার টাকা জব্দ করে র‌্যাব।

গরিবের ক্যাসিনো গ্রেফতার ২১ জামিন জুয়ার আসর মিনি ক্যাসিনো রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর