Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারের নির্ধারণ ৩০ টাকা, আড়তে আলু বিক্রি হচ্ছে ৪২ টাকায়


২৭ অক্টোবর ২০২০ ১৫:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে আড়তে গিয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে অন্তত ১২ টাকা বেশি দামে আলু বিক্রির প্রমাণ পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। হাতেনাতে প্রমাণ পাবার পর ১০ আড়তদারকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নগরীর রিয়াজউদ্দিন বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক অভিযান পরিচালনা করেন।

সম্প্রতি বাজারে আলুর দামের ঊর্দ্ধগতি ঠেকাতে খুচরা বাজারে কেজিপ্রতি  ৩৫ টাকা এবং পাইকারিতে কেজিপ্রতি ৩০ টাকা আলুর দর নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু সরকার নির্ধারিত দামে চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে না বলে অভিযোগ করে আসছিলেন সাধারণ ক্রেতারা। গণমাধ্যমেও এ নিয়ে খবর প্রকাশ হলে মঙ্গলবার আড়তে অভিযানে যায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

ম্যাজিস্ট্রেট উমর ফারুক সারাবাংলাকে বলেন, ‘রিয়াজউদ্দিন বাজারের যেসব আড়তকে জরিমানা করা হয়েছে তার একটিতেও ৪০ থেকে ৪২ টাকার নিচে আলু পাওয়া যায়নি। পাইকারিতে ক্রেতাকে রশিদ দিতে হয়। কিন্তু বাড়তি দাম নেওয়ায় তারা রশিদও দিচ্ছে না। পাইকারিতে বিক্রি করা বাড়তি দামের আলু খুচরায় এসে আরও বাড়ছে। এতে সাধারণ ভোক্তাদের বাড়তি দাম গুণতে হচ্ছে। আমরা আজ (মঙ্গলবার) পাইকারি পর্যায়ে অভিযান করেছি। রিয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককে সতর্ক করেছি, যাতে আলুর বাড়তি দাম যেন না নেওয়া হয়। খুচরা পর্যায়েও আমরা পরবর্তীতে অভিযান পরিচালনা করব।’

অভিযানে রিয়াজউদ্দিন বাজারের কুমিল্লা ট্রেডার্স, কুসুমপুরা বাণিজ্যালয়, রফরফ ট্রেডার্স, জননী ট্রেডার্স, মক্কা বাণিজ্যালয়, আবু তৈয়ব ট্রেডার্স, দাউদকান্দি বাণিজ্যালয়, শাহাবউদ্দিন ট্রেডার্স, আশীষ হাওলাদার ট্রেডার্সকে মোট এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা।

আলুর দাম চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর