Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাত বছর পর শিশু ধর্ষণ মামলার রায়: আসামির যাবজ্জীবন


২৭ অক্টোবর ২০২০ ১৬:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: ময়মনসিংহে সাত বছর পর শিশু ধর্ষণ মামলার রায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম এরশাদুল আলম এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম মোতালেব হোসেন মতু। তিনি সদর উপজেলার পাড়াইল গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১২ এপ্রিল দুপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণ করে প্রতিবেশী মোতালেব। এ ঘটনায় পরদিন কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন শিশুটির বাবা।

সাতজন স্বাক্ষীর জবানবন্দী ও দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় দেন। রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট বদর উদ্দিন ও আসামিপক্ষের আব্দুল গফুর এই মামলা পরিচালনা করেন।

বিজ্ঞাপন

যাবজ্জীবন শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর