Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয়া দশমীতে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা উপহার পাঠালেন মাশরাফি


২৭ অক্টোবর ২০২০ ১৭:৩৬ | আপডেট: ২৭ অক্টোবর ২০২০ ১৭:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইল: দুর্গাপূজার বিজয়া দশমীতে নির্বাচনী এলাকার সনাতন ধর্মাবলম্বী বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে শুভেচ্ছা উপহার হিসেবে মিষ্টি ও ফুল পাঠিয়েছেন নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজা। মঙ্গলবার (২৭ অক্টোবর) এই উপহাস সামগ্রী পাঠানো হয়েছে।

শুভেচ্ছা বার্তায় মাশরাফি বলেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনার অসামান্য অবদান আজীবন আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আপনারা বীর মুক্তিযোদ্ধারা বাংলা মায়ের সূর্য সন্তান, নড়াইল জেলার অহংকার ও আমাদের পথচলার অনুপ্রেরণা। আজ শুভ বিজয়ার এই মাহেন্দ্রক্ষণে আপনার প্রতি আমার শ্রদ্ধাপূর্ণ শুভেচ্ছা। আপনার ও আপনার পরিবারের সুস্থতা ও কল্যাণ কামনা করছি।’

বিজ্ঞাপন

শুভেচ্ছা পেয়ে মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সরকার জানান, ‘এই শুভেচ্ছা উপহার পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। আজ এই ভেবে ভালো লাগছে যে, এমন একজন ভালো মানুষের নেতৃত্বে আজ নড়াইল এগিয়ে চলেছে। শেষজীবনে হলেও ভালো কিছু দেখে যেতে পারছি, তাই ভালো লাগছে।’

লোহাগড়ার বীর মুক্তিযোদ্ধা অজয় কান্তি মজুমদার জানান, মাশরাফি আমাদের এলাকার গর্ব। তিনি সবার খবর রাখছেন, সবাইকে প্রাপ্য সম্মান দিচ্ছেন- এমনটাই একজন জনপ্রতিনিধির কাছে এলাকার জনগণের প্রত্যাশা থাকে। আমরা তার জন্য সবসময় আশীর্বাদ করি।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এস এম পলাশের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এসকল শুভেচ্ছা উপহার বীর মুক্তিযোদ্ধাগণের বাড়িতে বাড়িতে পৌঁছে দেন।

নড়াইল মাশরাফি বিন মর্তুজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর