Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুরে সমাজসেবা অফিসের মাঠকর্মীকে হত্যা: আসামি গ্রেফতার


২৭ অক্টোবর ২০২০ ১৮:৩৮

মেহেরপুর: মেহেরপুরে সমাজসেবা অফিসের মাঠকর্মী ফারুক হোসেন হত্যা মামলার মূল আসামি ফারুক হোসেন ওরফে বড় ফারুককে আটক করেছে পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) রাতে তাকে ঢাকা থেকে আটক করা হয়। পরে তাকে আদালতে নিলে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন তিনি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্দারা জানান, বেশ কিছুদিন ধরে আটক ফারুকের স্ত্রীর সঙ্গে সমাজসেবা অফিসের মাঠকর্মী বন্ধু ফারুকের অনৈতিক সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানাজানি হলে দু’জনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে শহরের তাঁতিপাড়ায় ফারুকের বাড়ির সামনে কুপিয়ে তাকে হত্যা করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

বিজ্ঞাপন

পরদিন নিহতের স্ত্রী নাজমা খাতুন বাদি হয়ে অজ্ঞতনামাদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামি ফারুককে আটকের পর সোমবার দুপুরে তাকে আদালতে নেওয়া হয়। সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

মেহেরপুর সমাজসেবা অফিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর