Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরেকটি পনের আগস্ট সম্ভব নয়: মাহতাব


২৭ অক্টোবর ২০২০ ১৯:০০

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি আরেকটি ১৫ আগস্ট ঘটানোর ষড়যন্ত্র করছে এবং সেটা কখনোই সম্ভব নয়, বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নগরীর পশ্চিম বাকলিয়া সাংগঠনিক ওয়ার্ডের তিনটি ইউনিট কমিটির পৃথক সভায় মাহতাব একথা বলেন।

মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বিএনপির রাজনৈতিক সংস্কৃতি ষড়যন্ত্র ও রক্তের। তারা আন্দোলনের নামে নাশকতা, জ্বালাও-পোড়াও করে দেশের অগ্রগতির চাকাকে থামিয়ে দিতে চায়। এই দলটিকে কিছুতেই রাজনৈতিক দল বলা যায় না। তারা এখনো বাংলাদেশকে স্বীকার করে না। একাত্তরের পরজিত শক্তির সাথেই তাদের সহাবস্থান। দেশে রাজনীতির ময়দানে না থাকলেও দুবাই এবং লন্ডনে বসে পাকিস্তানী গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপন বৈঠক করছে বিএনপি নেতারা। এর অর্থ হচ্ছে আরেকটি পনের আগস্টের পুনরাবৃত্তি ঘটানো এবং এটা আর কিছুতেই সম্ভব নয়।’

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘করোনাকালেও দেশের অর্থনৈতিক অগ্রগতির চাকা থেমে নেই। সরকার পদ্মাসেতু দৃশ্যমান করেছে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় কর্ণফূলী নদীর তলদেশ দিয়ে ট্যানেল নির্মাণের কাজ সম্পন্ন হতে যাচ্ছে। এর ফলে দক্ষিণ চট্টগ্রাম আরেকটি নতুন শহরে পরিণত হবে এবং এখানে প্রায় ১২টি রাষ্ট্র বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এই সাফল্যগুলো ঘরে ঘরে পৌঁছাতে হবে। কিন্তু এটা আমাদের ব্যর্থতা যে, আমরা সেটা ঘরে ঘরে এখনো পৌঁছাতে পারিনি।’

যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ একটি গণমুখী সংগঠন। আমাদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, কিন্তু বিভেদ বা কোন্দল কাম্য নয়। দৃঢ়ভাবে বিশ্বাস করি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কর্মীরা ঐক্যবদ্ধ। নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু সেটা যেন ঐক্যের ভিত্তিকে দুর্বল করতে না পারে।’

পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন এ-ইউনিটের সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া, বি-ইউনিটের সভাপতি মোহাম্মদ আফজাল খান, সি-ইউনিটের সভাপতি সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় আরও বক্তব্য রাখেন নগর কমিটির সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, উপ-প্রচার সম্পাদক শহীদুল আলম, কার্যনির্বাহী সদস্য আবদুল লতিফ টিপু, হাজী বেলাল আহমেদ ও থানা আওয়ামী লীগের হাজী শফিকুল ইসলাম।

১৫ আগস্ট মাহতাব শেখ হাসিনা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর