Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংক লিমিটেডের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক


২৮ অক্টোবর ২০২০ ১৬:৫৭

ঢাকা: যমুনা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মো. ফজলুর রহমান চৌধুরী। গত ২২ অক্টোবর তিনি নতুন উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন।

মো. ফজলুর রহমান চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে রহমান হক-এ চার্টার্ড একাউন্ট্যান্ট হিসাবে নিবন্ধিত হন। বিগত ২৫ বছর যাবত জনাব চৌধুরী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করপোরেট ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজম্যান্ট এবং ব্রাঞ্চ ব্যাংকিং পরিচালনা করে আসছেন। ১৯৯৫ সালে তিনি ইস্টার্ন ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসাবে ব্যাকিং কর্মজীবন শুরু করেন এবং ২০০০ সালে ওয়ান ব্যাংকে এভিপি হিসাবে যোগদান করেন এবং ২০০৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করেন। এসময়ে তিনি ’বেস্ট ম্যানেজার অ্যাওয়ার্ড’ পান। যমুনা ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ওয়ান ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কর্মরত ছিলেন। তার ব্যাংক ম্যানেজমেন্টের ওপর দেশ ও বিদেশে প্রচুর প্রশিক্ষণ গ্রহণ করার পাশাপাশি ব্যাংকিং অপারেশনস ও পরিচালন বিষয়ে সুবিশাল অভিজ্ঞতা রয়েছে।

বিজ্ঞাপন

নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক যমুনা ব্যাংক লিমিটেড

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর