অবৈধ সিসা তৈরির কারখানায় অভিযান: দেড় লাখ টাকা জরিমানা
২৮ অক্টোবর ২০২০ ২৩:০১
গাজীপুর: পরিবেশ দূষণ রোধে গাজীপুরে অবৈধ সিসা তৈরির কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কারখানার কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে। জেলার কাশিমপুরের ঝংশিয়ান রিজেনারেশন রিসোর্সেস লিমিটেড নামে অবৈধ সিসা তৈরির কারখানাকে জরিমানা করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব সার্কেল সাব্বির আহমেদের নেতৃত্বে পরিবেশ অধিদফতর গাজীপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় এ অভিযান চলে।
অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদফতরের রিসার্চ অফিসার জনাব মো. আশরাফ উদ্দিন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন আনসার ব্যাটালিয়ন গাজীপুর ও গাজীপুর র্যাব-১ এর সদস্য।