Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর ভয় করব না: জাহাঙ্গীর


২৯ অক্টোবর ২০২০ ১৭:০৪

ঢাকা: ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, ঘাত-প্রতিঘাত যাই আসুক, কোনো কিছুকেই আর ভয় করব না। নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত মাঠে থাকব।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কুড়িল-বিশ্বরোড, জোয়ার সাহারা, বসুন্ধরা ও জগ্ননাথপুর এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর বলেন, ‘জনগণের আস্থা হারিয়ে দিনের ভোট রাতে করা জনবিচ্ছিন্ন আওয়ামী লীগের প্রার্থী ও তাদের সমর্থকেরা প্রতিনিয়ত ধানের শীষের গণসংযোগে বাধা দিচ্ছে। যতই বাধা দিক আগামী ১২ নভেম্বর বিজয় নিয়ে ঘরে ফিরব।’

‘আপনারা যখন ধানের শীষের ভোট চাইতে বের হন তখন আপনাদের সাথে হাজার হাজার নেতাকর্মী বের হয়। এলাকার রাস্তাঘাট ভালো না। নেতাকর্মী কম করে নিয়েন’— নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের সময় প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে জাহাঙ্গীর বলেন, ‘বেগম খালেদা জিয়া ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয়ে এই এলাকার যত উন্নয়ন করেছেন, সেভাবে আর কেউ করেনি। তাই আমরা বিশ্বাস করি, আগামী ১২ নভেম্বর জনগণ ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবে এবং বিএনপির কর্মীরা পোলিং এজেন্ট হিসেবে ভোট কেন্দ্রে থাকবে।’

তিনি বলেন, ‘আমরা চাকরি করতাম, ব্যবসা করতাম এখন তা পারি না। এসব কি আমরা ভুলে গেছি? ঘরে থাকতে পারি না, সন্তানের মুখ দেখতে পারি না। এসব আমরা যদি ভুলে না যাই তাহলে এর প্রতিবাদ আমরা করব।’

আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসানের উদ্দেশে জাহাঙ্গীর বলেন, ‘আমরা যেখানে গণসংযোগের জন্য কর্মসূচি দেই, আপনারা সেখানে পাল্টা কর্মসূচি দেন। আপনাদের জনগণের ওপর আস্থা নেই কেন, ভয় পান কেন? আপনারা জনগণের জন্য কাজ করেন না, জনগণের ভোট আপনাদের দরকার নেই। আপনারা এ পর্যন্ত যতবার নির্বাচিত হয়েছেন রাতের আঁধারে হয়েছেন। জনগণ ভোট দিতে পারে না। এ কারণে আপনারা সন্ত্রাস করছেন। বুঝাতে চাচ্ছেন, জনগণের ভোট আপনাদের দরকার নেই। কিন্তু আমরা খালেদা জিয়ার কর্মী, তারেক রহমানের কর্মী। জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণের ভোট বিএনপির দরকার আছে।’

গণসংযোগে অংশ নেন গতবছর ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন, ছাত্রদলের সাবেক নেতা রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, মহানগর বিএনপি নেতা কাজী হযরত আলী, ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফকরুদ্দিন রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজাউল হক রিয়াজসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপনির্বাচন এস এম জাহাঙ্গীর টপ নিউজ ঢাকা-১৮ বিএনপি মনোনীত প্রার্থী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর