Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে রায়হান হত্যা: বরখাস্ত পুলিশ সদস্য আশেক-হারুনুর রিমান্ডে


২৯ অক্টোবর ২০২০ ১৮:০৭

সিলেট: পুলিশের নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলায় বন্দরবাজার ফাঁড়ির বরখাস্ত হওয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহীকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একইসঙ্গে রিমান্ডে থাকা অপর আসামি বরখাস্ত কনস্টেবল হারুনুর রশীদকেও আরও ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে দুই জনকে হাজির করা হয়। এদের মধ্যে গতকাল বুধবার রাতে গ্রেফতার হওয়া এএসআই আশেক এলাহীর ৭ দিনের রিমান্ড চায় পিবিআই। এসময় আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এদিকে, ৫ দিনের রিমান্ডে থাকা অপর আসামি কনস্টেবল হারুনুর রশীদকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এসময় ৫ দিনের রিমান্ড চাইলে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর পুলিশ সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করে নগরীর নেহারীপাড়ার যুবক রায়হান আহমদকে। এ ঘটনায় এখন পর্যন্ত একজন এএসআই ও দুই কনস্টেবলকে গ্রেফতার করেছে তদন্ত সংস্থা পিবিআই।

এএসআই কনস্টেবল পিবিআই রায়হান রায়হান হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর