Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাম্প্রদায়িক সম্প্রীতি হারালে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে’


৩০ অক্টোবর ২০২০ ১৬:২৭

চট্টগ্রাম ব্যুরো: সাম্প্রদায়িক সম্প্রীতি হারিয়ে গেলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কল্যাণ প্রকল্প প্রাঙ্গণে শুভ কঠিন চীবের দানোৎসবে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিপ্লব বড়ুয়া বলেন, ‘যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন ধরে রাখতে হবে। এটি যদি হারিয়ে যায় তাহলে বাংলাদেশ পরাজিত হবে, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে। শেখ হাসিনার রাজনীতি হচ্ছে এদেশের প্রতিটি মানুষ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার, সমান মর্যাদা নিয়েই এ দেশের মাটিতে জন্মগ্রহণ করবে এবং এদেশের মাটিতেই মৃত্যুবরণ করবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে ধর্ম নিয়ে রাজনীতি হলেও শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ উন্নয়নের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। এই বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’

শাকপুরা তপোবন সার্বজনীন বিহারের অধ্যক্ষ সদ্ধর্মজ্যোতিকাধ্বজ ভদন্ত বসুমিত্র মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথেরো, প্রজ্ঞাসারথী ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ।

দফতর সম্পাদক বাংলাদেশের অস্তিত্ব বিপ্লব বড়ুয়া সাম্প্রদায়িক সম্প্রীতি

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর