১৬ দিন পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু
৩০ অক্টোবর ২০২০ ১৭:২৩
মুন্সীগঞ্জ: ১৬ দিন পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে পরীক্ষামূলকভাবে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টা থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে, গত ১২ অক্টোবর দুপুর ৩টা থেকে এ রুটের ফেরি চলাচল বন্ধ হয়। পরে গত ১৫ অক্টোবর সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু হলে নাব্য সংকটে ফেরি আটকে যাওয়ায় ওই দিন দুপুর ৩টা থেকে আবারও ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া সহকারী মহা ব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ফরিদপুরের উদ্দেশে একটি ফেরি পরীক্ষামূলকভাবে ছেড়ে যায়। বর্তমানে চায়না চ্যানেলে পদ্মা সেতুর ৩৮ নম্বর পিলারের ভেতর দিয়ে পরীক্ষামূলকভাবে সীমিত আকারে ৪টি ফেরি চলাচল করছে।
তিনি আরও জানান, গত ১৫ অক্টোবর সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু হলে নাব্য সংকটে ফেরি আটকে যাওয়ায় ওই দিন দুপুর ৩টা থেকে আবারও ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। দীর্ঘদিন ফেরি বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে অপেক্ষমান গাড়ির সংখ্যা তেমন নেই।