স্বাধীনতা পদক পাওয়ায় বস্ত্র ও পাটমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা
৩০ অক্টোবর ২০২০ ২২:১৭
নারায়ণগঞ্জ: মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ দেশের সর্বোচ্চ সম্মানজনক ‘স্বাধীনতা পদক’ পাওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে (বীরপ্রতীক) ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন সংগঠন।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে রূপগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মন্ত্রীকে এসব শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী।
শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান, তারাবো পৌরসভার কাউন্সিলর বিএম আতিকুর রহমান, তারাবো পৌরসভা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভুঁইয়া, সাধারণ সম্পাদক নাদিম হোসেন অপুসহ অনেকে।
উল্লেখ্য, জাতীয় জীবনে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ স্বাধীনতা পুরস্কার-২০২০ পেয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক ও সম্মাননা পত্র তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি ওসমানী স্মৃতি মিলনায়তনে যুক্ত হয়ে অনুষ্ঠানে অংশ নেন।
অসামান্য অবদান গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী রূপগঞ্জ স্বাধীনতা পদক