ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু
৩১ অক্টোবর ২০২০ ১৮:০৭
ময়মনসিংহ: ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া এক্সপ্রেসে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে একজন। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কেবি হাই স্কুলের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের লেভেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইয়াসমিন আক্তার (২৮) ও তার ছেলে সানি (০৩)। আহত হয়েছে ইয়াসমিন আক্তারের মেয়ে সুপ্তি (১৩)। সুপ্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা ময়মনসিংহের ফুলবাড়িয়ার দাপুনিয়া কলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী-সন্তান। তারা দুদিন আগে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালি এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে বেড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।