Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক নিখোঁজ: সিএমপি কমিশনারের অফিস ঘেরাওয়ের ডাক


৩১ অক্টোবর ২০২০ ২০:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে তিনদিন ধরে এক সাংবাদিকের খোঁজ মিলছে না। তার সন্ধান দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয় ঘেরাওয়ের ডাক দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

নিখোঁজ গোলাম সারোয়ার সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ব্যাটারি গলির বাসা থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি। রাতে পত্রিকার ব্যুরো প্রধান জুবায়ের সিদ্দিকী নগরীর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘সাংবাদিক গোলাম সারোয়ারকে উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বাড়ি গোলাম সারোয়ারের। তিনি সিইউজের সদস্য। প্রভাবশালী মহলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে তাকে অপহরণ করা হয়েছে বলে আলোচনা আছে চট্টগ্রামের সংবাদকর্মীদের মধ্যে।

সিইউজে’র সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘গোলাম সারোয়ারকে উদ্ধারের দাবিতে রোববার (০১ নভেম্বর) সকাল ১১টায় নগরীর দামপাড়ায় সিএমপি কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি দেওয়া হয়েছে। এতে সর্বস্তরের সাংবাদিকরা উপস্থিত থাকবেন।’

এদিকে শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সিইউজে’র এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত হয়ে গোলাম সারোয়ারের স্ত্রী জেসমিন সারোয়ার বলেন, ‘আমার দুই বাচ্চার মুখের দিকে চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী, সরকার এবং প্রশাসনের কাছে আমার স্বামীকে উদ্ধারের অনুরোধ করছি। আমার স্বামী যেন সুস্থ শরীরে আমাদের কাছে ফেরত আসেন, তাকে যেন সুস্থভাবে ফিরিয়ে দেওয়া হয়।’

সিইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি রতন কান্তি দেবাশীষের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য মহররম হোসাইনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সিইউজে’র সাবেক সভাপতি মোস্তাক আহমেদ ও শহীদুল আলম, বর্তমান কমিটির সহ-সভাপতি অনিন্দ্য টিটো, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতিফা আনসারি রুনা, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম।

সাংবাদিক নিখোঁজ সিএমপি কমি