ফের ১ মাসের লকডাউনে ব্রিটেন
১ নভেম্বর ২০২০ ১০:৩৬
নভেল করোনাভাইরাস মোকাবিলায় দ্বিতীয় দফায় এক মাসের লকডাউনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর রয়টার্স।
শনিবার (৩১ অক্টোবর) ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
রোববার (১ নভেম্বর) প্রথম প্রহর থেকে ব্রিটেনজুড়ে এই লকডাউন নির্দেশনা কার্যকর হয়েছে।
এর আগে, ব্রিটেনের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২০ হাজারের বেশি মানুষের। এভাবে চলতে থাকলে দেশটিতে করোনায় মোট মৃত্যু ৮০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে হুশিয়ার করেছেন বিশেষজ্ঞরা।
এ ব্যাপারে বরিস জনসন বলেছেন, করোনা পরিস্থতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ব্যাপক প্রাণহানির সম্ভাবনা ঠেকাতে আমাদেরকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হয়েছে।
এদিকে, লকডাউন বলবৎ থাকা অবস্থায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং জরুরি নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সবকিছু বন্ধ থাকবে বলে সরকারি নির্দেশনায় জানানো হয়েছে।
অন্যদিকে, ব্রিটেনের এই নতুন লকডাউন পরিকল্পনার মধ্যে ক্রিসমাসের আয়োজন এখন শঙ্কার মুখে পড়ল বলে মন্তব্য করেছেন পর্যবেক্ষকরা।
প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে ব্রিটেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১১ হাজার ৬৬০ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৫৫৫ জনের।
কোভিড-১৯ নভেল করোনাভাইরাস প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটেন লকডাউন