Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বজুড়ে করোনায় ১২ লাখ প্রাণহানি


১ নভেম্বর ২০২০ ১০:৫২ | আপডেট: ১ নভেম্বর ২০২০ ১৫:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। সূত্র – ওয়ার্ল্ডোমিটার্স।

রোববার (১ নভেম্বর) এ প্রতিবেদন লেখা অবধি বিশ্বজুড়ে করোনায় মোট প্রাণহানি ১২ লাখ ৩৯৭ জনে দাঁড়িয়েছে।

এদিকে, মহামারি করোনাভাইরাস বিশ্বব্যাপী ফের তাণ্ডব চালাচ্ছে। বিশ্বজুড়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা চার লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে। এ সময়ে প্রাণহানি ঘটেছে সাড়ে ছয় হাজার।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানাচ্ছে, রোববার (১ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৭৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন কোটি ৩৪ লাখ ৮৩ হাজার ৫২০ জন।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, দুই লাখ ৩৬ হাজার ৭২ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও যুক্তরাষ্ট্রে, ৯৪ লাখ দুই হাজার ৫৯০ জন।

করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ লাখ ৮২ হাজার ৮৮১ জন। এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ২২ হাজার ১৪৯ জন।

করোনা আক্রান্তের বৈশ্বিক তালিকায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৩৫ হাজার ৬০৫ জন। এখন পর্যন্ত ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৫৯ হাজার ৯০২ জন।

করোনায় মৃতের সংখ্যায় চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ হাজার ৭৫৩ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯ লাখ ২৪ হাজার ৯৬২ জন।

আক্রান্তের সংখ্যায় চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬ লাখ ১৮ হাজার ১১৬ জন। আর মৃতের সংখ্যা ২৭ হাজার ৯৯০ জন।

অন্যদিকে, সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৭৪ লাখ ৮৯ হাজার ২০৩ জন), দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৬০ লাখ ৬২ হাজার ৪৩৮ জন) এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৪৯ লাখ ৭২ হাজার ৮৯৮ জন)।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

করোনায় প্রাণহানি কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর