Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৮, শনাক্ত ১৫৬৮ জন


১ নভেম্বর ২০২০ ১৬:৩২ | আপডেট: ২ নভেম্বর ২০২০ ০৩:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া নতুন করে ১ হাজার ৫৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৯ হাজার ২৫২ জনে।

স্বাস্থ্য অধিদফতর থেকে রোববার (১ নভেম্বর) পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১১৩টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৫৪৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৩ লাখ ৪৮ হাজার ৮১১টি। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৫০ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭ দশমিক ৪২ শতাংশ।

করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ১৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ১৫ জন এবং নারী ৩ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৯৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৯ দশমিক ৬৪ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শনাক্তের ১০ দিনের মাথায় প্রথম একজনের মৃত্যু হয়। করোনা ভাইরাসের বিস্তাররোধে ২৬ মার্চ থেকে দফায় দফায় ছুটি ঘোষণা করে সরকার। বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে সরকারি-বেসরকারি দফতরের কার্যক্রম চলছে।

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর