Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমহাটি ও লালপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু


১ নভেম্বর ২০২০ ১৮:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোর: জেলা সদরের উপজেলার আমাহাটি এলাকায় ও লালপুরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুরে বরেন্দ্র এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়।

নাটোরের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, আমহাটি এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জুয়েল (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রোববার দুপুরে সদর উপজেলার আমহাটি এলাকার রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বেশ কয়েকদিন থেকে জুয়েল মানসিক ভাবে বিপর্যস্ত ছিল। আজ সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এদিকে, নাটোরের লালপুর উপজেলার চংধূপইল ইউনিয়নের ইসলামপুর বাওড়া ব্রিজ এলাকায় ট্রেনে কাটা পড়ে আসকান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জিআরপি পুলিশ মরদেহ দু’টি উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা হয়েছেন বলে জানান নাটোর স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী।

ট্রেনে কাটা দু’জনের মৃত্যু দুই জনের মৃত্যু নীলসাগর এক্সপ্রেস বরেন্দ্র এক্সপ্রেস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর