Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশ সামনে এগিয়ে গেলে তাদের খুব কষ্ট হয়— এটা আমরা বুঝি’


২ নভেম্বর ২০২০ ১৩:৪৭

ঢাকা: যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, দেশ সামনের দিকে এগিয়ে গেলে তাদের খুব কষ্ট হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তাদের যত কষ্টই হোক, দেশকে স্বনির্ভর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলে মন্তব্য করেছেন তিনি।

শেখ হাসিা বলেন, যারা আমাদের স্বাধীনতাই চায়নি, তাদের তো আরও কষ্ট হয়— এটা তো আমরা বুঝি। সামনে এগোতে গেলেই তখন এই শ্রেণির মানুষদের খুব কষ্ট হয়। কিন্তু আমরা দেশ স্বাধীন করেছি। নিজের পায়ে দাঁড়াব।

বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) সকালে মন্ত্রিপরিষদ বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ডিজিটাল মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষে যুক্ত হয়ে বৈঠকে অংশ নেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, একটা ভালো পরিবেশকে নষ্ট করে সংঘাত তৈরির জন্য কেউ কেউ বক্তব্য দেবে। আর তাদের ধরলে সেটা হবে বাকস্বাধীনতা হরণ করা? এটা তো হয় না।

‘কিন্তু একটা শ্রেণি তো আছেই, যাদের চিন্তাটাই হলো এই ধরনের। অর্থাৎ সমাজকে ক্ষতিগ্রস্ত করা বা সরকারের ক্ষতি করা। মানুষের জীবন নিয়ে তাদের কোনো চিন্তাই নেই। তাদের অন্য একটা উদ্দেশ্য থাকে। ষড়যন্ত্র করে তারা যখন সফল করতে পারে না, তখনই সমালোচনামুখর হয়, এটাই হচ্ছে সব থেকে বাস্তব কথা,’— বলেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন একটি ভালো জায়গায় আছে, আরও ভালো জায়গায় যাবে। বাংলাদেশের অর্থনীতি এখন ভালো। আন্তর্জাতিক সংস্থাগুলো যা ভবিষ্যদ্বাণী করছে, সেটা নাকি ঠিক হচ্ছে না। আসলে বাংলাদেশ সবার চেয়ে বেশি এগিয়ে যাচ্ছে, এটা তো তাদের পছন্দ হবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা ভিক্ষুক হয়ে থাকব, অন্যের মুখাপেক্ষী হয়ে থাকব, তাদের কাছে হাত পাতব, তাদের কাছে চেয়ে খাব, তাদের কাছে চাইব— এটাই তো তারা চাইবে। কিন্তু আমরা তো তা থাকব না। আমরা দেশ স্বাধীন করেছি। আমরা নিজের পায়ে দাঁড়াব।

বিজ্ঞাপন

‘সামনে এগোতে গেলেই তখন এই শ্রেণিটার খুব কষ্ট হয়। আর যারা আমাদের স্বাধীনতাই চায়নি, তাদের তো আরও কষ্ট হয়— এটা তো আমরা বুঝি।

অর্থনীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ বৈঠক মন্ত্রিসভার বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর