Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২১ সালে সরকারি ছুটি ২২ দিন, ৭ দিন সাপ্তাহিক ছুটির দিনে


২ নভেম্বর ২০২০ ১৪:৩০

ঢাকা: ২০২১ সালে সরকারি সাধারণ ছুটি থাকবে ২২ দিন। মন্ত্রিসভার বৈঠকে আগামী বছরের এই ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সাতটি ছুটির দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সীমিত পরিসরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

আরও পড়ুন- ‘বাংলাদেশ সামনে এগিয়ে গেলে তাদের খুব কষ্ট হয়— এটা আমরা বুঝি’

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ও মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এই সভায় যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২১ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন। আর সরকারের নির্বাহী আদেশে ছুটি থাকবে ৮ দিন। সব মিলিয়ে মোট ২২ দিন।

তিনি আরও জানান, সাধারণ ছুটির মধ্যে ছয় দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। আর নির্বাহী ছুটির আট দিনের মধ্যে একদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন। সব মিলিয়ে মোট ২২ দিন ছুটির মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

এর বাইরে, মুসলমানদের বিভিন্ন উৎসবের জন্য ঐচ্ছিক পাঁচ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের আট দিন, খ্রিস্টানদের জন্য আট দিন এবং বৌদ্ধদের জন্য পাঁচ দিন ছুটি থাকবে। এছাড়া পার্বত্য এলাকার ক্ষুদ নৃগোষ্ঠীর বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি থাকবে।

নির্বাহী আদেশে ছুটি মন্ত্রিপরিষদ বৈঠক মন্ত্রিসভার বৈঠক সরকারি ছুটি সাধারণ ছুটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর