Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন দফা দাবি হেফাজতের, শান্তিনগরে শেষ হলো সমাবেশ


২ নভেম্বর ২০২০ ১৫:৫৬

ঢাকা: মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে তিন দফা দাবি দিয়ে ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ে বিক্ষোভ মিছিল শেষ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির মিছিল থেকে এ ঘোষণা দেন হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

দফায় দফায় পুলিশি বাধার মুখে শান্তিনগরে শেষ হয় মিছিলটি।

হেফাজতের দাবিগুলো হলো- ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, রাষ্ট্রদূতকে বহিষ্কার ও দূতাবাস বন্ধ করে দেওয়া। এসব দাবি আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূরণ করতে হবে বলে আল্টিমেটামও দিয়েছে সংগঠনটি।


এর আগে, সকাল ১০টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে হেফাজতের ডাকে সমমনা সম্মিলিত ইসলামী দলগুলো সমাবেশ শুরু করে। ফজর নামাজের পর থেকেই রাজধানীর বিভিন্ন মাদরাসা থেকে হেফাজতের নেতাকর্মীরা বায়তুল মোকাররমে আসতে শুরু করে।

বায়তুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর নাইটিঙ্গেল মোড় কাকরাইল হয়ে শান্তিনগরে যায়। সেখানে প্রথম দফায় পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিলে নেতাকর্মীরা তা ভেঙে সামনে এগিয়ে যায়। এরপর হেফাজতের নেতাদের পুলিশ বিক্ষোভ মিছিল শেষ করতে বললে মালিবাগ মোড়ের আগে সংক্ষিপ্ত সমাবেশ করে হেফাজত। সেখানে হেফাজতের শীর্ষ নেতারা আজকের মতো বিক্ষোভ মিছিল শেষ করেন।

হেফাজত নেতা নুর হোসাইন কাশেমী বলেন, ‘অবিলম্বে সরকারকে তিন দফা দাবি মানতে হবে। দাবি না মানলে যে আন্দোলন শুরু হয়েছে, যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে কেউ থামাতে পারবে না। আমরা চাই আওয়ামী লীগ আরও একশ বছর ক্ষমতায় থাকুক, তবে যেন ইসলামকে অবমাননা করা না হয়।’

বিজ্ঞাপন

এরপর নুর হোসাইন কাশেমী মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত করেন।

ফ্রান্স দূতাবাস ঘেরাও হেফাজতে ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর