Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনাতেও কমেছে দারিদ্র্যের হার’


২ নভেম্বর ২০২০ ১৫:৩০ | আপডেট: ২ নভেম্বর ২০২০ ১৫:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: চলমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও দেশে দারিদ্র্যের হার কমেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (২ নভেম্বর) দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সীমিত পরিসরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন- ২০২১ সালে সরকারি ছুটি ২২ দিন, ৭ দিন সাপ্তাহিক ছুটির দিনে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ও মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এই সভায় যোগ দেন।

বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১৮-১৯ অর্থবছরে দেশে দারিদ্র্যের হার ছিল ২০ দশমিক ৮ শতাংশ, চরম দারিদ্র্যের হার ছিল ১২ দশমিক ৯ শতাংশ। ২০১৯-২০ অর্থবছরে দারিদ্র্যের হার কমে হয়েছে ২০ দশমিক ৫ শতাংশ, অতি দারিদ্র্যের হার কমে হয়েছে ১০ দশমিক ৫ শতাংশ।

বিজ্ঞাপন

এ হিসাবে আগের অর্থবছরের তুলনায় ২০১৯-২০ অর্থবছরে দারিদ্র্যের হার কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ এবং অতি দারিদ্র্যের হার কমেছে ২ দশমিক ৪ শতাংশ। এই অর্থবছরের শেষ চার মাস করোনাভাইরাস সংক্রমণ থাকলেও মূলত শেষ তিন মাসে (এপ্রিল, মে, জুন) বড় প্রভাব পড়ে। তা সত্ত্বেও সার্বিকভাবে দারিদ্র্যের হার কমেছে।

আরও পড়ুন- ‘বাংলাদেশ সামনে এগিয়ে গেলে তাদের খুব কষ্ট হয়— এটা আমরা বুঝি’

গেল অর্থবছরে করোনাভাইরাসের সার্বিক প্রভাব এখনই অনুধাবন করা যাবে না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, করোনার কারণে ওভারঅল হ্যাম্পারটা (ক্ষতি) আগামি বছর বোঝা যাবে। কারণ এই অর্থবছরে মাত্র তিন মাস করোনা ছিল। সুতরাং এর ইমপ্যাক্ট কতটুকু, সেটি নতুন অর্থবছরে, অর্থাৎ চলতি অর্থবছরের শেষের দিকে গিয়ে বোঝা যাবে।

করোনাভাইরাস করোনার প্রভাব দারিদ্র্য দারিদ্র্যের হার মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিসভার বৈঠক

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর