Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়নে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর


২ নভেম্বর ২০২০ ১৬:০৩

ফাইল ছবি

ঢাকা: করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ব্যাপকভাবে বাস্তবায়নে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখখ হাসিনা।

সোমবার (২ নভেম্বর) দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সীমিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এই সভায় যোগ দেন।

প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকেও কোভিডের সেকেন্ড ওয়েভ নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু আমেরিকা এবং ইউরোপের খুবই খারাপ অবস্থা। ম্যাক্সিমাম দেশগুলো লকডাউনে চলে গেছে। কাল ফ্রান্সও লকডাউন দিয়ে দিয়েছে। ফ্রান্সে অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে কেউ অনুমতি ছাড়া বাসা থেকে বের হতে পারবে না। আগে পারমিশন নিতে হবে বের হতে হলে। তাও অনুমতি পাবে এক ঘণ্টার জন্য। এক কিলোমিটারের বাইরে কেউ যেতে পারবে না। সব লোক প্যারিস ছেড়ে দিচ্ছে। প্রায় ৭০০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এগুলো বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন যে, আমরা যেভাবে আছি সেটা কমফোর্টেবল। কিন্তু এতে সন্তুষ্টি নেওয়ার কোনো কারণ নেই। সবাইকে কেয়ারফুল থাকতে হবে।’

আনোয়ারুল ইসলাম বলেন, “বিশেষ করে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ব্যাপকভাবে বাস্তবায়ন করতে হবে। সামাজিক আন্দোলন, ক্যাম্পেইন বা লিগ্যাল যেভাবেই হোক এটাকে এনশিউর করতে হবে। কোনোভাবেই মাস্ক ছাড়া যাতে কেউ কোথাও না আসে। এটা অলরেডি সব জায়গায় বলে দিয়েছি। এর মধ্যে সব সচিব, ডিপার্টমেন্ট, নন গভর্মেন্ট সবাইকে বলে দিয়েছি। সেজন্য আপনাদের (গণমাধ্যম) সবচেয়ে বেশি উদ্যোগ নিতে হবে।”

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গতকাল মসজিদে বলে দিয়েছি, মাস্ক ছাড়া মসজিদে কাউকে ঢুকতে দেওয়া হবে না। বায়তুল মোকাররমের অনুষ্ঠানে যোগ দিয়ে আমি সারপ্রাইজড হয়েছি, কেউ তিন ফুটের গ্যাপ ছাড়া দাঁড়াচ্ছে না এবং নিয়ম মেনে চলছেন। আর মসজিদের কর্মকর্তা-কর্মচারী কেউ যদি মাস্ক ছাড়া মসজিদে যায় তাহলে তাকে সেজন্য ‘পে’ করতে হবে। পাবলিক পরিবহনে মাস্ক ব্যবহারের বিষয়ে আমি অলরেডি বলে দিয়েছি। তারা মিটিং করে ফেলেছে।’

লকডাউনে যাওয়ার কোন ভাবনা আছে কি না?- জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত না। আমাদের আল্লাহর রহমতে তেমন অবস্থা নেই। আজ প্রধানমন্ত্রী বলছিলেন, আমাদের যে অবস্থা তাতে যদি সবাই মাস্ক পড়ি, এখানে ভাইরাসের যে সিনারি (চিত্র) দেখছি, তাতে আমরা কমফোর্টেবল জোনে থাকতে পারব।’

আনোয়ারুল ইসলাম বলেন, ‘এটা আমরা এনশিউর করে দিচ্ছি। কোনোভাবেই মাস্ক ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠোনে যেন সার্ভিস না পাওয়া যায়। আমরা সব অফিসে সেই নির্দেশনা পাঠিয়ে দিয়েছি। যেকোনো পাবলিক প্লেসেই মাস্কের বিষয়ে এই কঠোর নির্দেশনা থাকবে।’

কঠোর নির্দেশ টপ নিউজ নো সার্ভিস নো মাস্ক প্রধানমন্ত্রী বাস্তবায়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর