বাসার পেছনে খেলা করার সময় গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু
২ নভেম্বর ২০২০ ১৬:০৫
ঢাকা: রাজধানীর কদমতলী ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় সড়ক দুর্ঘটনায় সাদিয়া আক্তার (আড়াই বছর) নামে এক শিশু মারা গেছে। বাসার পেছনে খেলা করার সময় যে কোনো গাড়ির ধাক্কায় শিশুটির মৃত্যু হয় বলে পরিবার দাবি করেন।
সোমবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে কদমতলী ঢাকা ম্যাচ পাওয়ার হাউজ সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা সাদিয়াকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ২টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত সাদিয়ার চাচা সাহেদ মিয়া জানায়, তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডিঙ্গী উপজেলার হরিণমারি গ্রামে। সাদিয়ার বাবার নাম সাইফুল আলাম। বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকা ম্যাচ পাওয়ারহাউজ এলাকায় সাহিন মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। সাদিয়া তাদের একমাত্র সন্তান ছিল।
সাহেদ আরও জানায়, শিশুটি বাসার পেছনে অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলা করছিল। তখন কোনো এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় বলে জানতে পারি। সাদিয়ার বাবা একটি কারখানায় কাজ করেন।
সাদিয়ার চাচা সাহেদ আরও জানান, বাসার পেছনে রাস্তাটা সরু। সেখানে ভারি যানবাহন চলাচল করে না। তবে ব্যাটারি চালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।