ঢাকা: বিআইডব্লিউটিএ-এর অতিরিক্তি প্রধান প্রকৌশলীসহ তিন জনের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক মো. আকতার হোসেন আজাদের সই করা পৃথক নোটিশে এসব আদেশ ইস্যু করা হয়েছে।
যাদেরকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন, বিআইডব্লিউটিএ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ডেজিং বিভাগ) মো. ছাইদুর রহমান তার স্ত্রী শামীমা আক্তার। নারায়ণগঞ্জের তিতাস গ্যাসট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবকে ম্যানেজার মোহাম্মদ শহীদুল ইসলাম।
দুদকের পাঠানো নোটিশে বলা হয়েছে, তাদের এবং নিজের এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তির স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও অর্জনের বিস্তারিত বিবরণী এই আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে দুদকে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করিলে দুদক আইনের ধারা ২৬ উপ-ধারা (২) মোতাবেক তাদের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।